আব্দুল আহাদ :
শনিবার (১৮ জুন) দুপুর ৪টায় আরসি মজুমদার অডিটোরিয়াম এই বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। উক্ত বিতর্কে ‘শামসুন্নাহার হল (বিপক্ষে), ঢাকা বিশ্ববিদ্যালয়’-কে ২-১ ব্যালড ব্যবধানে হারিয়ে সর্বশেষ পর্বে নিজেদের জয় সুনিশ্চিত করে ‘স্যার এ এফ রহমান হল(পক্ষে), ঢাকা বিশ্ববিদ্যালয়’
আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় বস্তু ছিল “এই সংসদ একই ব্যক্তির দলীয় প্রধান ও রাষ্ট্র প্রধান হওয়াকে সমর্থন করে না”
শামসুন্নাহার হলের প্রতিনিধিত্বকারী দলটির প্রথম বক্তা ছিলেন আফসানা রহমান, দ্বিতীয় বক্তা নুসরাত জাহান শামাম এবং তৃতীয় বক্তা দায়িত্বে ছিলেন নাঈমা সুলতানা
স্যার এ এফ রহমান হলের প্রতিনিধিত্বকারী দলটির প্রথম বক্তা ছিলেন সালেহীন ইবনে কবির, দ্বিতীয় বক্তা ছিলেন মবিন মজুমদার এবং তৃতীয় বক্তা ছিলেন ফারহান ফৈরদৌস
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য অধ্যাপক ড. এ এ স এস মাকসুদ কামাল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মাহবুবা নাসরিন (চীফ মডারেটর, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি )
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরিন
প্রো-ভিসি স্যার, ট্রেজারার স্যারসহ শিক্ষক-শিক্ষার্থী এবং টিএসসি কেন্দ্রীক সংগঠন গুলো দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । এবং এই বিতর্ক প্রতিযোগিতা দেশ ও জাতিকে সঠিক নেতৃত্ব নিয়ে সঠিক ধারনা পাবে
ভবিষ্যতে ডিবেটিং সোসাইটি জ্ঞান চর্চার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে বলে আমি মনে করি।
Leave a Reply